Close

ভালোবাসা মানে কি ? ভালোবাসা সম্পর্কে দশটি কথা!

ভালোবাসা মানে কি

ভালোবাসা মানে কি বা সত্যিকারের ভালোবাসা মানে কি? আপনারা কেউ কি কখনো ভেবে দেখেছেন ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা কী? আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। ভালোবাসার আছে কিছু বৈশিষ্ট্য এবং সত্য। যে সত্যগুলো সকল সত্যিকারের ভালোবাসার মধ্যেই নিহিত থাকে। কিন্তু আজ-কালের ঠুনকো ভালোবাসার অভিনয়ের কারণে এই সত্যগুলো কেউ মনে রাখতে পারে না। ভুলে যায় অনেকেই। সে কারণেই আজ-কাল ভালোবাসা মূল্যহীন । চোখে পড়ে না আগেকার সেই সত্যিকারের ভালোবাসা।

ভালোবাসার উক্তি

নিম্নে ভালোবাসা সম্পর্কে 10 টি কথা বা উক্তি উল্লেখ করা হলোঃ-

1। ভালোবাসা সাধারনত জোরপূর্বক হয় না

আমারা যতোই ভুলে যাওয়ার চেষ্টা করি না কেন, এই বিষয়টি মূলত কারোরই অজানা নয় যে জোর করে কখনো কাউকে ভালোবাসা যায় না ভালোবাসার জন্মও হয় না। ভালোবাসা পুরোপুরি একজন মানুষের মনের একান্ত ব্যাপার।

2। প্রেম ও ভালোবাসার মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে

জীবনে চলার সময় আমরা এই জগতে অনেক কিছুরই প্রেমে পড়ে যাই কিন্তু তাকে ভালোবাসা বলা চলে না। এ জন্য প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বিদ্যমান রয়েছে। কিন্তু এই সত্য বাক্যটি আমরা অনেকেই সহজে মেনে নিতে চাই না।

3। ভালোবাসা ধরে রাখতে অনেক কিছুই করতে হয়

ভালোবাসা বন্ধন টিকিয়ে রাখতে আমাদেরকে অনেক কিছুই খেয়াল রাখতে হয়। নতুবা সময়ের সাথে সাথে এই ভালোবাসার রং টিও  বদলে যেতে আর অপেক্ষা রাখে না এবং নিজেকে সেই রংএর সাথে মিলে গিয়েই ধরে রাখতে হয় এই অনন্ত অসীম ভালোবাসা।

4। অন্য কাউকে ভালোবাসার পূর্বে অবশ্যই নিজেকে ভালোবাসা উচিত

আপনি যদি নিজেকেই ভালোবাসতে না পারেন তাহলে অন্য কেউ আপনাকে ভালোবাসবে না। এই সত্যি টা আমরা অনেকেই জানি। কিন্তু মেনে নিতে পারি না।

5। ভালোবাসায় স্বার্থপরতা রাখা যাবে না

ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ একটি বিষয়। যখন এখানে স্বার্থ জড়িত থাকবে  তখন তা আর ভালোবাসার পর্যায়ে পড়বে না।

6। ভালোবাসা কখনো একেবারেই পারফেক্ট হয় না

একজন মানুষ যেমন কখনো সব দিকে পারফেক্ট হতে পারে না তেমনই ভালোবাসা কখনো একেবারেই পারফেক্ট হবে না। অনেক খুঁত খুটি-নাটি বিষয় থাকবে এতে কিন্তু তা সবকিছুই মেনে নিয়ে চলার নামই হচ্ছে প্রকৃত ভালোবাসা।

7। ভালোবাসার অর্থ হলো অন্যের সবকিছু আপন করে ভাবা

একজন মানুষের ইম্পারফেকশনকে সুন্দর দৃষ্টিতে দেখার নামই হচ্ছে ভালোবাসা। আর অন্য আরেকটি মানুষের সব দোষ গুণ মেনে নেয়াই হলো সত্যিকারের ভালোবাসা। তাকে পরিবর্তন করে নিতে চাইলে তা ভালোবাসার অন্তর্ভূক্ত নয়।

8। শুধু আকর্ষণই নয়, ভালোবাসায় থাকতে হয় সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস

ভালোবাসা বিষয়টি শুধুমাত্র দুটি মনের মাঝে আকর্ষণের মাধ্যমে তৈরি হয়ে থাকে না। এখানে মূলত  থাকতে হবে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস।

9। ভালোবাসা মানে কঠিন প্রতিজ্ঞা

একজন অন্য জনকে ভালোবাসার মানে হচ্ছে একে অপরের  প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যা বর্তমানের  ভালোবাসায় খুব কম দেখা যায় ।

10। মেকি ভাবে থাকা ভালোবাসা নয়

নিজের স্বত্বাটাকে পরিবর্তন করে অন্য আরেক জনের মতো অভিনয় করে কারো সামনে নিজেকে প্রদর্শন করার নাম ভালোবাসা নয়। ভালোবাসায় কখনও মেকিভাব থাকতে পারে না।

সমাপনী

আশা করি আপনারা বুঝতে পারছেন যে, ভালোবাসা মানে কি এবং ভালোবাসার উক্তি সমূহ আপনাদের ফেইসবুক স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *